গরীব মেধাবী রিক্সা ওয়ালার মেয়ে মেডিক্যালে চান্স পেয়েছে তার যোগ্যতার ফলে কারো দয়া বা করুনার জন্য নয় নিজের চেষ্টায় তার সফলতায় অর্জন করেছে তিনি যে একজন রিক্সা ওয়ালার মেয়ে সে জন্য নিজেকে গর্বিত বোধ করছেন। সমাজের উচ্চ বিত্ত দের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা সমাজের সবচেয়ে নিম্নমানের স্থানে থেকে এই সফলতা অর্জন করেছে আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি তিনি যেন চিকিৎসা সেবা কে সেবা হিসেবে দায়িত্ব পালন করেন এবং উন্নত মানের চিকিৎসক হিসেবে লিখা পড়া শেষ করে বের হয়ে আসেন ।