র্যাব-৫ (চাঁপাইনবাবগঞ্জ) এর উদ্দ্যেগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর তত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন দারিয়াপুর ঈদগাহ মাাঠে ১৪/০১/২০২২ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে র্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার, কমান্ডার আরাফাত ইসলাম, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর উপস্থিতিতে ৫০০ জন দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষেরা আনন্দে আপ্লুত হয়ে র্যাবের ভূয়সী প্রশংসা করেন।