লক্ষ্মীপুরে ডাঃ আবদুল হক উচ্চবিদ্যালয়ে পিঠা উৎসব
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আবদুল হক উচ্চবিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ জানুয়ারী) লক্ষ্মীপুর সদরের ২০ নং চররমনীমোহন ইউনিয়নে ডাঃ আবদুল হক উচ্চবিদ্যালয়ে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যাকসন গ্রুপের চেয়ারম্যান ও ডাঃ আবদুল হক আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলী খোকন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বাবরের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুম বিন জাকারিয়া, ২০ নং চররমনীমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ, শাখচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগ আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, রায়পুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কৌশিক আহাম্মদ সোহেল, ২০ নং চররমনীমোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল উদ্দিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ উদ্দীন মোল্লা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, নবীন ও প্রবীন ছাত্রছাত্রীবৃন্দ। পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বাহারী রকমের পিঠা বানিয়ে ৮টি স্টলে দর্শনার্থীদের জন্য সাজিয়ে রাখেন স্কুলের শিক্ষার্থীরা। এ সময় প্রধান অতিথি সহ আগত অতিথিবৃন্দরা পিঠার স্টলগুলো পরিদর্শন করেন। এ ছাড়া শাখচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগ আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর নিজ অর্থায়নে ডাঃ আবদুল হক আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারের নির্মাণ কাজের উদ্ধোধন করেন।
মোস্তাফিজুর রহমান টিপু
লক্ষ্মীপুর
মোবাইলঃ ০১৭১৪৩১৭৯১৪