লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংস্কৃতি অঙ্গনের মহাপুরুষ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেন পৌর মেয়র। ৫ আগষ্ট শুক্রবার লক্ষ্মীপুর চক বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষ এই দোয়া মুনাজাত করেন চক বাজার জামে মসজিদের পেশ ইমাম। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া গোলাম ফারুক পিংকুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ, এর আগে সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ শেখ কামালের ৭৩ তম জম্মদিন। আলোচনা সভায় সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ক্যাপটেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।