শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

লক্ষ্মীপুরে বেতিয়ারা শহীদ দিবস পালিত

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
নভেম্বর ১১, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ

প্রতি বছর ১১ নভেম্বর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বেতিয়ার দিবস পালন করা হয়। বেতিয়ারা প্রান্তরে সেই রাতে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং শহীদদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার কাছে দিনটির গুরুত্ব বিশেষ আবেগ ও অনুভূতির। বেতিয়ারা দিবস স্মৃতি চিরন্তন হয়ে আমাদের উজ্জীবিত করে যাবে অনন্তকাল।
আজ(১১ নভেম্বর)লক্ষ্মীপুরে টাউন হলে আলোচনা সভায় করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের আহ্বায়ক প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সঞ্চালনা করেন জেলা খেলাঘরের সদস্য ফারুক হোসেন শিহাব।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুনু আলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরে সম্পাদক মন্ডলীর সদস্য লাভলী চৌধুরী , কেন্দ্রীয় খেলা ঘরের সম্পাদক গোলাম আব্বাস, জেলা বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন, কেন্দ্রীয় খেলাঘরের সদস্য এম এ রহিম , কেন্দ্রীয় খেলাঘরের জাতীয় পরিষদের সদস্য শংকর মজুমদার, জেলা খেলা ঘরের সদস্য এস কে রিয়াদ , জুলকারনাইন মাসুম, আবদুল আল মামুন, ধানসিঁড়ি খেলাঘরের সাধারণ সম্পাদক কাজল,    ধানসিঁড়ি খেলাঘরের   সহ-সভাপতি মাকসুদ আলম, ধানসিঁড়ি খেলাঘরের সহ-সভাপতি মাহমুদ সানি, সবুজসেনা খেলাঘরের সাধারণ সম্পাদক আলিম উল্লাহ পিন্টু,  দীপ্তময়ী খেলাঘরের সভাপতি ফিরোজ আলম।
১৯৭১ সালের এ দিনে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা এলাকায় ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ বীরযোদ্ধা পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের এ  ইতিহাসকে সমুজ্জ্বল করে রাখতে প্রতি বছর ১১ নভেম্বর পালিত হয় বেতিয়ারা শহীদ দিবস।  বেতিয়ারায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে নিহতরা হলেন; নিজাম উদ্দিন আজাদ (ছাত্রনেতা), সিরাজুল মনির, জহিরুল হক দুদু, মোহাম্মদ সফিউল্যাহ, আওলাদ হোসেন, আবদুল কাইউম, বশিরুল ইসলাম, মো. শহীদ উল্যাহ ও কাদের মিয়া।
বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় মাতৃভূমিকে শক্রমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা সভাপতি মনজুরুল আহসান খানসহ যৌথ গেরিলা বাহিনীর ৭৮ জন সদস্য ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ নেন। দেশে ফিরে যুদ্ধে অংশ নেওয়ার উদ্দেশ্যে তারা ভারতের বাইকোয়া বেইজ ক্যাম্প থেকে ১০ নভেম্বর রাতে চৌদ্দগ্রাম সীমান্তবর্তী ভৈরবনগর সাব ক্যাম্পে পৌঁছান।
ভৈরব নগর সাব ক্যাম্পের দুই মুক্তিযোদ্ধা আবু তাহের বিএসসি ও সামসুল আলম ১১ নভেম্বর রাতেই গেরিলা বাহিনীর ওই দলটির বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা তৈরি করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শক্রমুক্ত কিনা পরীক্ষা করার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল কাদের ও আবদুল মন্নানকে ওই সড়কে পাঠানো হয়।
সিগনালের দায়িত্বে থাকা কাদের ও মান্নান মহাসড়ক শক্রমুক্ত বলে রাত ১২টায় মূল বাহিনীকে জানায়। তাদের তথ্যের ভিত্তিতে যৌথ গেরিলা বাহিনীর ৩৮ জনের এ দলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমের জন্য এগিয়ে আসে। এ সময় সড়কের পশ্চিম পাশে গাছের আড়ালে অ্যাম্বুশ পেতে লুকিয়ে থাকা হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিতে ব্রাশ ফায়ার শুরু করে। এতে ৯ গেরিলা যোদ্ধা ঘটনাস্থলেই শহীদ হন এবং বেশ কয়েকজন আহত হন।
এক সপ্তাহ পর স্থানীয় লোকজন ধানক্ষেত থেকে শহীদদের গলিত লাশগুলো উদ্ধার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দেন। ২৮ নভেম্বর চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি নামের ওই অঞ্চল শক্রমুক্ত হয়। পরদিন ২৯ নভেম্বর স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধারা গর্ত থেকে লাশগুলো উঠিয়ে জানাজা দিয়ে মহাসড়কের পশ্চিম পাশে দ্বিতীয়বার দাফন করেন। মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হলে ৯ শহীদের গণকবর ও স্মৃতিস্বম্ভ মহাসড়কের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের অনুরোধে ফোরলেন প্রকল্পের ঠিকাদার ২০১৪ সালের জুনে গণকবরটি মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথের ৪০ শতক জায়গায় স্থানান্তর করেন।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

আজ ঐতিহাসিক ৭-ই মার্চ দিবস

ইসরায়েলি নেতাদের সমঝোতার তাগিদ যুক্তরাষ্ট্রের

নাটোরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশের আবাদ

স্ত্রী-সন্তানদের নিয়ে মাটিতে ঘুমান কৃষক, ঘর নির্মাণে প্রতিপক্ষের হামলা

কুষ্টিয়ার খোকসায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ পালিত

কালকিনি থানার ওসি ককটেল বিস্ফোরণে আহত

মারমা উন্নয়ন সংসদ লক্ষীছড়ি উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন এবং ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

ময়মনসিংহে ভারসাম্যহীন চাচার দায়ের কোপে শিশু ভাতিজার মৃত্যু

করোনায় আরও ২৪ জনের প্রাণহানি, আক্রান্ত ১৫৪৫

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার