লক্ষ্মীপুর চররমনীতে জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ৭ কৃষক আহত
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদররের ২০ চররমনীমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডে জমি জবর দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ কৃষক আহত হয়। আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর ১২ ঘটিকায় ২০ চররমনীমোহন ইউনিয়নের চরমেঘায় ২নং ওয়ার্ডে পশ্চিমে ওসমানগণি গংদের জমিতে এ হামলার ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন, একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আকবর সরদারের ছেলে ওসমান,
জমির আলী ফকিরের ছেলে মোঃ হোসেন ফকির, হোসেন ফকিরের স্ত্রী নাজমা বেগম, মেয়ে জান্নাতি, খালেক বেপারীর স্ত্রী রুমেনা বেগম, ওসমান সরদারের স্ত্রী ফাহিমা বেগম, কাজল হাওলাদারের ছেলে ইলিয়াস।
আহতরা জানান, তাদের জমিনে ট্রাক্টর দিয়ে হাল চাষ দিতে গেলে প্রতিপক্ষ ইমাম হোসেন করাতি সহ তার ছেলে রাজিব, শাহজালাল, সুমন, কামাল পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাধা দিয়ে অতর্কিত ভাবে তাদেরকে হামলা করে। এতে তারা আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে আহতরা জানান।