নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনাথ আশ্রমে পরিদর্শনে যায় সাংবাদিকগণ। বৃহস্পতিবার( ২৪শে নভেম্বর) অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি শাখাওয়াত হোসেনর আমন্ত্রণে লালপুর উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ পরিদর্শনে যায়। এ সময় অনাথ আশ্রমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারী কবি আব্দুল আলীম ও চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম।
সাংবাদিকদের মধ্যে পরিদর্শনে যান দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের সম্পাদক প্রিন্সিপাল ইমাম হাসান মুক্তি, সাপ্তাহিক শহীদ সাগরের সম্পাদক লেখক গবেষক অধ্যাপক সাদ আহমেদ, সাপ্তাহিক পদ্মা প্রবাহের সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল করিম, সাংবাদিক মোঃ আব্দুর রশিদ, সাংবাদিক মাজহারুল ইসলাম তিববত, সাংবাদিক আলাউদ্দিন জালাল সাংবাদিক শাহ আলম, সাংবাদিক আতিকুর রহমান, সজিবুল হৃদয় প্রমুখ।
অনাথ আশ্রমের প্রতিষ্ঠার উদ্দেশ্য গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরা হয়। সমাজে যারা অনাথ মানুষ আছে তাদের আশ্রমের মাধ্যমে সেবা ও সহযোগিতা প্রদান করার লক্ষ্য নিয়ে এই আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান।
শেষে সাংবাদিকদের অনাথ আশ্রমের কার্যক্রম গুলো ঘুরে দেখানো হয়। সাংবাদিকগন তাদের লেখনির মাধ্যমে জানালে অনাথ আশ্রম সম্পর্কে বিত্তবান লোকজন জেনে সহযোগিতা করলে অনাথ আশ্রমের কার্যক্রম তার নিদিষ্ট লক্ষ্য পূরন করতে পারবে বলে আশা করা যায়।