মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

লালমনিরহাটে বিজিবি’র অভিযান ৪৫টি স্বর্ণের বার সহ আটক ০১

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
জানুয়ারি ৩১, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ

লালমনিরহাটে বিজিবি’র অভিযান
৪৫টি স্বর্ণের বার সহ আটক ০১
এম আর মিলন লালমনিরহাটঃ
লালমনিরহাট সীমান্তে ৪৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
 মঙ্গলবার ৩১ জানুয়ারী  সকলে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর দীঘলটারী বিওপি’র অদূরে বানিয়া টারী  সীমান্ত থেকে তাকে আটক করা হয়
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ প্রেস রিলিজের মাধ্যমে জানান, ৩১জানুয়ারী আনুমানিক রাত ৩.০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, সীমান্ত এলাকার দীঘলটারী বিওপি’র কুটির চর এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে।
এ তথ্যের ভিত্তিতে বিজিবি অধীনায়কের নির্দেশনায় দীঘলটারী বিওপি কামান্ডারের নেতৃত্বে একটি টহল দল রাত ৩.৩০ ঘটিকা হতে বিওপি হতে আনুমানিক ২ কিলোমিটার উত্তর পুর্বদিকে সীমান্ত পিলার-৯২৫/৭-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরের একটি কলা বাগানে দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পরে আনুমানিক সকাল ৯.১৫ ঘটিকার সময় টহল দল সোর্সের বর্ণনানুযায়ী একজনক আসতে দেখতে পায়। তাকে চ্যালেঞ্জ করলে টহল দলকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে তামাক ক্ষেত থেকে আটক করতে সক্ষম হয় টহল দলটি। এসময় আটককৃত ব্যাক্তিকে তল্লাশি করে কালো কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করে। টহল দলটি আটককৃত ব্যাক্তি সহ প্যাকেট দুটি বিওপি ক্যাম্পে নিয়ে আসে এবং অধীনায়কের উপস্থিতিতে প্যাকেট দুটি খুললে এ থেকে ৪৫ স্বর্ণের বার দেখতে পায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫২৪৮.৭২ গ্রাম ( ৪৫০ ভরি ৩ আনা ১ রতি) এবং যার মুল্য বর্তমান বাজার অনুপাতে আনুমানিক ৪,৫০,০০,০০০/- ( চার কোটি পঞ্চাশ হাজার)  টাকা বলে প্রেশ রিলিজ সূত্রে জানা যায়।
আটককৃত ব্যাক্তি আজিজার রহমান আদিতমারী,  দুর্গাপুর বানিয়াটারী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছ। সে এর আগেও এমন কাজ করেছে বলে জানায়। সাাংবাদিকদের এক প্রশ্নের জনাবে বিজিবি অধীনায়ক বলেন এর আগে কখনো লালমনিরহাটে স্বর্ণের চালান আটক হয়নি, এটাই প্রথম ঘটনা। আজিজার রহমান পেশায় একজন কৃষক উল্লেখ করে তিনি আরো বলেন সীমান্ত ঘেষা কৃষিজমি আবাদের সুবাদে ভারতের কৃষকের সাথে যোগসাজশ করে এমন চোরাচালান সংঘটিত হয়। আটককৃত আজিজার রহমানও সাাংবাদিকদের সামনে একথা বলেন। চালানটির মালিক কে বা কার কাছে যাবে এ বিষয়ে সে কিচ্ছু জানেনা না, সে বলে আমি টাকার বিনিময়ে একাজ করেছি। সচেতন মহলের ধারনা এই স্বর্ণ চোরাচালানের সথে একটি স্থানীয় ও আন্তর্জাতিক সিন্ডিকেট জড়িত। দীর্ঘদিন থেকে এই রুটে চোরাচালান হয়ে আসছে। কিন্তু এবারে বিজিবি সফল হয়েছে।
জানা যায় , আটক আসামির বিরুদ্ধে মামলা পরবর্তী লালমনিরহাটের আদিতমারী থানায় সোপর্দ করণ এবং স্বর্ণের বারগুলো লালমনিরহাট ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

সেদিন পিলখানায় যা ঘটেছিল!

জয়পুরহাটে সরকার বিরোধী নাশকতায় পরিকল্পনার মামলা-আটক ৩ মোঃ জাহিদুল ইসলাম। জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে সরকার বিরোধী নাশকতায় পরিকল্পনার মামলার ৩ শিবির কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৬ই জানুয়ারী) গভীর রাতে সদর উপজেলার হানাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, হানাইল এলাকার কাজী আব্দুল হান্নানের ছেলে ইলিয়াস শওকত একই এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে জাবেদ আলী ও জাইদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন। পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ২৪ ই ডিসেম্বর সকালে ককটেল, লাঠি সহ শহরে নাশকতার উদ্যেশে বামনপুর শগুনা চারমাথায় এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়েত ও শিবির কর্মীরা। এসময় পুলিশ গিয়ে ৬ টি ককটেল সহ ১২ জনকে গ্রেফতার করে ও অনন্য জামায়েত ও শিবিরের নেতা কর্মীরা পালিয়ে যায়। ঐ মামলায় গ্রেফতারকৃত ৩ আসামী পলাতক ছিলো। গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসব তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।

ফুলবাড়ীতে ইউএনও’র দ্রুত হস্তক্ষেপে বন্ধ হল টপ সয়েল বিক্রি

প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল

সুবর্ণচরে গাছে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করল পুলিশ।

লালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত মোঃ শরিফুল ইসলাম ,নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুরে লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের আওয়াজের সাংবাদিক আতিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এঘটনায় আতিকুর রহমানকে গুরুতর আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিকুর উপজেলার বাহাদীপুর মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ প্রত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি। জানা গেছে, দুপুরে সাংবাদিক আতিকুর পেশাগত কাজে মোটরসাইকেল যোগে লালপুর থেকে গোপালপুর ফিরছিলেন। এসময় গোপালপুর পৌর যুবদলের আহবায়ক ভূবনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। পরে এর জেরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় হান্নানের চায়ের দোকানে আতিকের ওপর বিএনপি নেতা ভূবনের নেত্বীত্বে ৮/১০ জন মিলে হাতুরি ও দেশীয় অস্র নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে আতিককে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামিলা আক্তার বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় আতিকুর রহমানকে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে অভিযোগ পেলে দ্রুত আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীতাকুণ্ডে জেলিযুক্ত চিংড়ি বিক্রির অপরাধে ব্যবসায়ীর অর্ধলাখ টাকা জরিমানা

রাজৈরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য

Trump team finds two documents with classified markings in a Florida storage unit