শরণখোলায় নবলোকের উদ্যোগে ৭০০ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় উপজেলার ৭০০শত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। (বৃহস্পতিবার) ১৯ জানুয়ারী শরণখোলা ও রায়েন্দা বাজার নবলোকের শাখা কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংস্থার উপ-নির্বাহী পরিচালক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই।
এছাড়া উপস্থিত ছিলেন, সংস্থার পরিচালক( ক্ষুদ্রঋণ) মোঃ ফখরুল ইসলাম,সংস্থার পরিচালক( নিরীক্ষা বিভাগ) এম শফিকুল ইসলাম,প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান,এরিয়া ম্যানেজার মঈনুল হক,রায়েন্দা শাখা ব্যবস্থাপক শেখ আব্দুল খালেক,শরণখোলা শাখা ব্যবস্থাপক সমীর কুমার সরকার সহ সংস্থার অন্যোন্য কর্মকর্তাবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে শিখা রানী, আবদুস সোবাহানসহ অন্যরা বলেন,এই কনকনে শীতে নবলোক ও পিকেএসএফের সহযোগিতায় আমরা যে কম্বল পাইছি এজন্য তাদের ধন্যবাদ জানাই।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,এমন মহৎ উদ্যোগের জন্য নবলোক ও পিকেএসএফের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আমি আশা করি এমন মহৎ উদ্যোগ সংস্থাটি অব্যাহত রাখবে।