শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের পিতা মাস্টার আনোয়ার হোসেন মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৪ পুুত্র ও ১ কণ্যা সন্তান রেখে গেছেন।
বুধবার জোহর নামাজবাদ শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকমন্ডলীসহ সমাজের বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
মরহুম মাস্টার আনোয়ার হোসেন দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।