শাজাহানপুরে অর্ধশত চোরাই মোবাইলসহ আটক সোহাগআব্দুল রহমান রিমন,
শাজাহানপুর ( বগুড়া ) প্রতিনিধি :-
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৯টি চোরাই মোবাইলসহ সোহাগ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার ১৬ জানুয়ারী দুপুরে উপজেলার বড়পাথার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ বগুড়া শহরের চেলোপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, প্রথম ধাপের বিশ্ব ইমতেমায় আসা কিছু ধর্মপ্রাণ মুসল্লী ইবাদতে মগ্ন থাকাকালীন সময়ে তাদের ব্যবহৃত বিভিন্ন ব্যান্ডের প্রায় অর্ধশত মোবাইল ফোন চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করে আছে এক চোর। এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৪৯টি মোবাইল ফোনসহ সোহাগকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম শাজাহানপুর থানা কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ জানান, মোবাইলসহ
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, তদন্ত ওসি আব্দুর রউফ উপস্থিত ছিলেন।