শিবগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসের ঘটনা তদন্তে নিবন্ধন অধিদপ্তরের প্রতিনিধি দল।
শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর ভুক্তভোগীদের হামলার ঘটনায় সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিবন্ধন অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। ১৮ জানুয়ারি (বুধবার) বিকালে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক বীর জ্যোতি চাকমা, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জিয়াউল হক ও জেলা রেজিস্ট্রার আফসানা বেগম তদন্তে আসেন।নিবন্ধন অধিদপ্তরের প্রতিনিধি দলের পরিদর্শনের খবর পেয়ে জড়ো হতে থাকেন সাব রেজিস্ট্রার ইউসুফ আলী দ্বারা নানাভাবে ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় তারা সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং সাব রেজিস্ট্রারের শাস্তির দাবি জানিয়ে দ্রুত তাকে প্রত্যাহারের দাবি জানান। ভুক্তভোগীদের তোপের মুখে পড়ে তাদের লিখিত অভিযোগ নিতে বাধ্য হন প্রতিনিধি দল এবং উপস্থিত সকলকে অভিযোগগুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।