শিবগঞ্জে মানবাধিকার কমিশনের সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত।
শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মানবাধিকার কমিশনের সদস্যদের পরিচিতি সভা ও কার্ড বিতারণ করা হয়েছে। এই উপলক্ষে ৫ ফেব্রুয়ারি (রবিবার) বিকালে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো. আহসান হাবিবের সঞ্চালনায় এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত।
বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মানবাধিকার কমিশনের সভাপতি মোহা. ইউসুফ আলী। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেয়াজ সিনা, বিশেষ বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি মোহা. মাসিদুল রহমান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রোকৌশলী মোহা. আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা সসহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, সমাজের অবহেলিত নির্যাতিত মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে। মানবাধিকার কমিশনের সকল সদস্যরা মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখবেন বলে তারা বিশ্বাস করেন