শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে যথাযথ মর্যদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। দিবসটি উপলক্ষে আলোচনা শেষে কেক কাটার পর চারজনকে ক্রেস্ট ও অনুদান প্রদান করা হয়। ত্রিশ বছর যাবত বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপজেলার মনাকশা ইউনিয়নের তারাপুর গ্রামের আব্দুর রশিদ মাষ্টারকে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষার্থীদের জন্য বেঞ্চ তৈরির কাজে দুই লক্ষ টাকার অনুদান,শাহাবাজপুর ইউনিয়নের হাতের দশটি আঙ্গুল না থাকা মেধাবী প্রতিবন্ধী জিহাদ হাসানকে সম্মাননা ক্রেস্ট ও নটরডেম কলেজে ভর্তির জন্য বিশ হাজার টাকা, দাইপুকুরিয়া ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী সোহেল রানাকে ভিক্ষা না করে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা উপার্জন করার জন্য ক্রেস্ট ও দশ হাজার টাকা এবং কানসাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডকে শতভাগ প্রতিবন্ধী ও বিধবা ভাতার জন্য ৬ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মেসবাহুল হককে ক্রেস্ট প্রদান করা হয়।