মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

শিবগঞ্জে সমাজসেবা দিবস উদযাপিত। মোহাম্মদ আলী

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
জানুয়ারি ৩, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল । বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক বজলুর রশিদ সনু, আবদুল মান্নান ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা। এর আগে সমাজসেবা দিবসের কেক কাটা হয়। এছাড়া শেষে প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রদান ও কয়েকজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয় সমাজে বিভিন্ন অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

গোপালপুর ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান।

পঞ্চগড়ে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে ভাতিজাকে হত্যা

বই উৎসবে মাতলো দেশ মাতলো গোবিন্দগঞ্জ!

মোড়েলগঞ্জে খনির খন্ড সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় ৫২ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি

মেধাবী বাংলাদেশ গড়ার লক্ষে স্টুডেন্ট এসোসিয়েশন অব ফতেজংপুর ইউপির উদ্যেগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের অনুষ্ঠান

বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত।

মিরসরাইয়ের ওচমানপুরে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার উদ্বোধন

সুনামগঞ্জে ইসলামী আন্দোলন এর বিশাল সমাবেশ।

ঝিনাইদহের কোটচাঁদপুর ট্রাক্টরের ধাক্কায় ১ জন নিহত কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় কোটচাঁদপুরে মোটরসাইকেল আরোহী কোম্পানি প্রতিনিধি মাহমুদুল হাসানের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রবি নামের আরেকজন। আজ শুক্রবার বেলা ১২টার সময় উপজেলার গালিমপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। ওই দুইজনের বাড়ি যশোরের ঝিকরগাছা বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টা বাজে। গালিমপুর মোড়ে মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে মটর সাইকেল আরোহীদের। এ সময় গুরুত্বর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহমুদুল ইসলাম (২৫)কে মৃত বলে ঘোষণা দেন আর রবিকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেন। কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রমিজ উদ্দিন (তপু) বলেন, আমরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে পেয়েছি। এর মধ্যে মাহমুদ হাসান (২৫) কে চিকিৎসা দেওয়ার আগেই মারা যায়। রবি নামের আরেক জন কে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। তবে কাউকে পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নে বিএনপির কম্বোল বিতরণ।