চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল । বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক বজলুর রশিদ সনু, আবদুল মান্নান ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা। এর আগে সমাজসেবা দিবসের কেক কাটা হয়। এছাড়া শেষে প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রদান ও কয়েকজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয় সমাজে বিভিন্ন অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা