শিবগঞ্জে সাংবাদিক রিপন আলি রকির দাফন সম্পন্ন।
শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক, ভোরের পাতা, উত্তরা প্রতিদিন, বিডি লাইভ২৪.কম ও মাংগো সিটি বিডি.কম অনলাইন নিউজ পোর্টালে কাজ করা সাংবাদিক রিপন আলী রকি ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। শনিবার বিকাল ৩টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর কামাটোলা কেন্দ্রীয় গোরস্থানের পার্শ্বে আমবাগানে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় অংশগ্রহণ করে এবং মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন শিবগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, গৌড় প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রেসক্লাবের সদস্যরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।