শিবগঞ্জে সাংবাদিক শরিফুল ইসলাম এর পিতার মৃত্য।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দৈনিকভোরের আওয়াজ পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এবং শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাঃ শরিফুল ইসলাম এর পিতা মোহাঃ আনিসুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। ২৭ জানুয়ারি শুক্রবার রাত ২.৩৫ মিনিটে তিনি নিজ বাড়িতে মারা যান এবং ঐদিন বেলা ১১ টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যর সময় মরহুম আনিসুর রহমান তিন ছেলে মোহাঃ মনিরুল ইসলাম আর্মি অফিসার, মোহাঃ শামীম জাহান পুলিশ অফিসার এবং মোহাঃ শরিফুল ইসলাম শিক্ষক ও সাংবাদিক ও এক স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান। শরিফুল ইসলামের পিতার মৃত্যতে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব এক শোক বিবৃতিতে বলেন মোহাঃ আনিসুর রহমান ছিলেন একজন সমাজসেবক। তিনি বিভিন্ন ধরনের সমাজসেবা কাজে বিশেষ অবদান রেখে গেছেন। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।তাহার মৃত্যতে শোক জানিয়েছেন সাবেক সংসদ সদস্যুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও।