শিবগঞ্জে সাব-রেজিষ্ট্রারের উপর হামলার ঘটনায় গ্রেফতার আতঙ্কে দলিল লেখকরা।
শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে নিজ এজলাসে সাব রেজিষ্ট্রার ইউসুফ আলী আহত হওয়ার ঘটনায় সারাদেশে ১২ জানুয়ারী (বৃহষ্পতিবার) থেকে কর্মবিরতি প্রত্যাহার করা হলেও শিবগঞ্জ উপজেলায় চিত্র ছিল ভিন্ন।
বৃহষ্পতিবার জেলা রেজিষ্ট্রারের কার্যালয় থেকে একজনকে দায়িত্ব দেয়া হলেও তিনি ঘটনার তদন্ত নিয়ে ব্যস্ত এবং দলিল লেখকরা আত্নগোপনে চলে যাওয়ায় সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। কার্যালয়ের প্রত্যেকটি দরজায় তালা দেয়া ছিল এবং দলিল লেখকদের ছাউনি গুলোও লেখক শূণ্য ছিল।
এদিকে, সাব রেজিষ্ট্রার কে মারধরের ঘটনায় ঐ কার্যালয়ের অফিস সহকারী মামুনুর রশিদ বাদী হয়ে বুধবার রাতে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় ইতোমধ্যে ৩ দলিল লেখককে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আইনশৃঙ্খলা
সভায় উপস্থিত সকলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতকে দায়ী করার প্রতিবাদ জানান এবং দূর্নীতিবাজ সাব-রেজিষ্ট্রার কে শিবগঞ্জ থেকে বদলীর জোর দাবী জানানো হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আশরাফুল হক সিলু’র সাথে বার বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।