চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রী কলেজ এর নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩০ নভেম্বর ২০২ ইং তারিখ বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান সভাপতি সফিকুল আলম, কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলাম, শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক এবং পুকুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব সহ সহ অন্যরা।