সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

শেরপুরে খেজুরের রস পানে করতে ভোর থেকেই ভিড়

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
ডিসেম্বর ২৬, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ

শেরপুরে খেজুরের রস পানে করতে ভোর থেকেই ভিড়
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি:
খেজুরের রস-গুড়ের জন্য দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর খ্যাতি থাকলেও সীমান্তবর্তী জেলা শেরপুরে খেজুরের চাষ হয় না তেমন। ফলে খেজুরের রসও এখানে দুর্লভ। তবে এবার শেরপুরে মিলছে খেজুরের রস। আর এই রস পান করতে ভোর থেকে আগ্রহীরা ভিড় জমাচ্ছেন।
জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা যাওয়ার পথে সড়কের দুধারে দেখা মিলবে এসব খেজুর গাছের সারি। পরিচর্যার ফলে ওই গাছগুলোতে এবার মিলছে রস। রসের খবর ছড়িয়ে পড়েছে পুরো জেলাজুড়ে। ফলে টাটকা খেজুরের রস পান করতে ভোর থেকে পিপাসুরা ছুটে আসছেন এই এলাকায়। স্থানীয়রা জানান, খেজুর গাছগুলো অনেক বছর যত্নের অভাবে পড়েছিল। যদিও কয়েক বছর ধরে পরিচর্যা করা হচ্ছে। এই পরিচর্যার ফলেই এবার রস এসেছে। এছাড়াও নন্নী এলাকার আরও বেশ কিছু বাড়িতে খেজুর গাছ থেকে রস নামানো হচ্ছে বলে জানান তারা। খেজুরের রস পান করতে গত এক সপ্তাহ ধরে ভোর থেকে ভিড় করছেন সৌখিন পিপাসুরা।
গত শনিবার ভোরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ভোর হওয়ার আগেই রস পিপাসুরা এসেছেন খেজুরের টাটকা মিষ্টি রস পান করতে। ভোরে সদর উপজেলার পৌর শহরের মোবারকপুর মহল্লা থেকে কয়েকজন বন্ধু নিয়ে রস পান করতে এসেছেন মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, খেজুর রসের কথা অনেক শুনেছি। কিন্তু কোনো দিন গাছ থেকে নামানো টাটকা রস পান করিনি। ফেসবুকে দেখলাম এখানে খেজুরের রস পাওয়া যায়। তাই আজ বন্ধুদের নিয়ে পান করতে আসলাম।
মেহেদী হাসানের মতো এখানে আসা কয়েকজন তরুণ প্রথমবার গাছ থেকে নামানো টাটকা খেজুরের রসের স্বাদ গ্রহণ করেন এদিন। এদের মধ্যে রয়েছেন শেরপুর শহর থেকে আসা শিক্ষার্থী খোকন আহমেদ ও তার বন্ধুরা। খোকন বলেন, খেজুর রস সম্পর্কে বইয়ে পড়েছি। অনেক গল্প শুনেছি। আজই প্রথম গাছ থেকে নামানো টাটকা রস পান করলাম এটি খুবই চমৎকার অভিজ্ঞতা। স্মৃতি হয়ে থাকবে। যদিও শীতের সকালে আসতে কষ্ট হয়েছে।
স্থানীয়রা জানান, এখানকার গাছ থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ লিটার রস পাওয়া যায়। একটি গাছ থেকে দুই দিন পরপর রস সংগ্রহ করা হয়। মাটির হাঁড়ি ও প্লাস্টিকের বোতল দিয়ে গাছ থেকে রস সংগ্রহ করা হয়। প্রতি গ্লাস খেজুরের রস ১০ টাকা করে বিক্রি করা হয়।
গাছি আক্কাছ আলী বলেন, এখানে বেশ কিছু খেজুরগাছ রয়েছে। এরমধ্যে সবগুলো থেকে রস নামানো যায় না। তেমন একটা লাভ না হলেও এটা একটা সৌখিনতা। লোকজন আসে, ভালো লাগে। তিনি আরও বলেন, আমরা নিপা ভাইরাস সম্পর্কেও অবগত আছি। তাই রস সংগ্রহের পাত্র যতোটা সম্ভব নেট দিয়ে ঢেকে রাখি এবং রাতে পাহারার ব্যবস্থা করি।
এ ব্যাপারে জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, শেরপুর অঞ্চলের কৃষকদের খেজুর গাছ চাষের প্রবণতা কম। সাধারণত দেশের উত্তরাঞ্চলের কৃষকরা বেশি খেজুরের চাষ করেন। পর্যাপ্ত রোদ, কম আর্দ্রতা, কম বৃষ্টিপাত এবং উষ্ণ আবহাওয়ায় চাষের জন্য উপযোগী।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় ছাত্র অধিকার পরিষদের ওপর তিনদফায় ছাত্রলীগের হামলা’

আগামী ২-৩ দিন পর বৃষ্টির আভাস

মাদারীপুরে র‌্যাব পরিচয়ে দিনদুপুরে ছিনতাই এর সময়ে ৪ ছিনতাইকারীকে গণধোলাই পরে পুলিশে সোপর্দ

নবীন-প্রবীণ ভ্রাতৃত্বে হৈ-হুল্লোড, মাস্তিতে কেটে যাক সারাবেলা এমন শ্লোগান ধারণ করে মিরসরাই

ক্রাইমিয়া সেতুতে রাশিয়ার নিরাপত্তা জোরদার

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার

পিছিয়ে পড়া মানুষদের অর্ন্তভুক্তিমূলক অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে – স্পীকার শিরীন শারমিন চৌধুরী

তাপের তেজ থাকতে পারে আজ

বগুড়ায় ধর্ষণ চেষ্টায় আপসের টাকা না পেয়ে আত্মহত্যা করলো স্বামী-স্ত্রী!

শিবগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ।