শেরপুরে বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন
:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম ও মরহুম আমির আলী সরকারের স্ত্রী আমেনা বেগম।
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম ও মরহুম আমির আলী সরকারের স্ত্রী আমেনা বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা হেলাল। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, বাজিতখিলা উচ্চ বিদ্যালয়টি কয়েক বছর আগে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাজিতখিলা ইউপির সাবেক চেয়ারম্যান আমির আলী সরকারের নামে নামকরণ করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
মোঃ শরিফ উদ্দিন