শেরপুরে বিয়ের প্রলোভনে ৭ বছর প্রেম, ধর্ষণের অভিযোগে মামলা।
শেরপুর জেলা প্রতিনিধিঃ এবি বাতেন আকন্দ
তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে ৭ বছরে অনেকবার শারীরিক সম্পর্ক। বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকৃতি এবং তরুণীকে খুন করার ভয়ভীতি দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি শেরপুর জেলা শহরের পৌর এলাকার।
ধর্ষণের শিকার ভিকটিম ওই তরুণী নিজেই বাদী হয়ে গত ১৪ জানুয়ারী শনিবার রাতে মাজহারুল ইসলাম মিশু নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মিশু শেরপুর পৌর শহরের দিঘারপাড় এলাকার জনৈক বাবুল তালুকদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ৭বছর পূর্বে মিশুর সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। কিন্তু মিশু ওই তরুণীকে ফেলে অন্যত্র বিয়ে করে এবং তরুণীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে মিশু তার স্ত্রীকে তালাক দিয়ে আবারো ওই তরুণীর সাথে যোগাযোগ করে। দুজনের প্রেমের সম্পর্কে কাজে লাগিয়ে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে মিশু। তরুণী মিশুকে বিয়ের চাপ দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং মিশু তাকে খুন করার ভয়ভীতি দেখায় বলেও মামলায় অভিযোগ করা হয়।
এ ব্যাপারে ওই তরুণীর মা শিরিনা বেগম বলেন, “সাত বছর থেকে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করে আসছে মিশু। সে বিয়ের কথা বলে আমার মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে একাধিকবার শারিরীক সম্পর্ক করেছে।”
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, “মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। শেরপুর সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।”