সখিপুর উপজেলা প্রতিনিধি : টাংগাইল সখিপুরে (২৮ জানুয়ারি)সকাল ১১টায় কালিয়ান উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত উর্ধ্বমূখী ভবন উদ্বোধন করেন টাংগাইল-০৮ (বাসাইল-সখিপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য,টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)এমপি।কালিয়ান উচ্চ বিদ্যালয়টি ১৯৮০ সালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ সিদ্দিকী(বাচ্চু বাস্টার) প্রতিষ্ঠা করেন।স্কুলের মূলভবন ২০১৯-২০২০ অর্থ বছরে বরাদ্দে উর্ধ্বমূখী করা হয়।ভবন উদ্বোধন পর স্কুলের ছাত্রছাত্রীদের আয়োজিত বিজ্ঞান মেলা স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।সভাপতিত্ব করেন : জনাব মোঃ কামরুজ্জামান। উদ্বোধক :জনাব ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী।বরেণ্য অতিথি:জনাব মোঃ তোফায়েল আহমেদ মিয়া,এসপি রেলওয়ে সদর দপ্তর।বিশেষ অতিথি : জনাব আলহাজ্ব ডাঃ মো: আনোয়ার হোসেন,সাবেক সিভিল সার্জন ।মোঃ ওয়াদুদ হোসেন,চেয়ারম্যান, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সখিপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্মআহবায়ক আল মাহমুদ প্রান্ত উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সরকারের উন্নয়ের কথা তুলে ধরেন এবং আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করেন।