বিশ্বকাপে ‘হেক্সা’ অভিযানের শুরুটা জয় দিয়ে রাঙাতে চড়া মূল্য দিতে হয়েছে ব্রাজিলকে। গোড়ালির চোটে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে দর্শক হয়ে গেছেন সেলেকাওদের প্রাণভোমরা নেইমার। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের শেষ দিকে নেইমারের খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্য ব্রাজিল সমর্থকদের বুক কাঁপিয়ে দিয়েছিল। অনেকে ধরে নিয়েছিলেন, পিএসজি তারকার বিশ্বকাপ শেষ। তবে চিকিৎসকরা জানিয়েছেন, নকআউট পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা আছে। তার অনুপস্থিতিতে দলকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন বাকিদের। শেষ ষোলোতে চোখ রেখে আজ রাত ১০টায় দোহার ৯৭৪ স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সুইসরা বিশ্বকাপ শুরু করেছে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে। ফলে আজ যারা জিতবে, শেষ ষোলোর টিকিট অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে নামা ব্রাজিল অবশ্য শুধু নকআউট পর্ব নিয়ে ভাবছে না। তাদের চাওয়া, সার্বিয়া ম্যাচের মতো দাপুটে ও সুন্দর ফুটবল উপহার দেওয়া। সার্বিয়ার বিপক্ষে জোড়া গোলে মুগ্ধতা ছড়ানো রিচার্লিসনকে আজ নিতে হবে আরও বড় দায়িত্ব। ব্রাজিলের ম্যাচে বরাবরই প্রতিপক্ষের লক্ষ্যবস্তু থাকেন নেইমার। বারবার তাকে ফাউল করা হয়। কড়া মার্কিংয়ে রাখা হয়। এতে ব্রাজিলের আক্রমণভাগের অন্যরা জায়গা নিয়ে খেলার সুযোগ পান। আজ সুইসদের টার্গেট হতে পারেন রিচার্লিসন। তবে ব্রাজিলের আক্রমণভাগে এত বেশি বিকল্প আছে যে, একজনের শূন্যতায় মুখ থুবড়ে পড়বে না দল।