সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহি ট্রাকের ধাক্কায় প্রমিলা নামের এক গৃহবধু নিহত
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহি ট্রাকের ধাক্কায় প্রমিলা নামের এক গৃহবধু নিহত হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারের সত্যরঞ্জন বাড়ির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রমিলা মন্ডল (৫০) ঐ উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মানসিক ভারসাম্যহীন রঞ্জন মন্ডলের স্ত্রী।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে নিহত গৃহবধূ প্রমিলা মন্ডল বাড়ি থেকে বের হয়ে দিনমজুর হিসেবে কাজ করতে মাঠে যাচ্ছিলেন। পতিমধ্যে সত্যরঞ্জন মন্ডলের বাড়ির পাশে পৌঁছাল দুটি মাটি মাটিবাহী ট্রাক পাশ কাটাতে গিয়ে পথচারী প্রমিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় সে।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কার্যক্রম চলছে। এদিকে ঘাতক ট্রাক কে আটক রাখা হলোও চালক একই এলাকার নাসির উদ্দিন গাজী পালাতক রয়েছে। তবে এ ঘটনায় মামলা করবেন কিনা নিহতের কন্যা থানায় আসলে জানাবেন বলে তিনি জানান।