শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

সাতক্ষীরায় দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা’২২ উদ্বোধন

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
নভেম্বর ১২, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবন উপস্থাপন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, সময়, খরচ ও যাতায়াত কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহ সকল শ্রেণীর পেশার মানুষের ডিজিটাল সেবা-সুবিধা প্রাপ্তির বিষয়ে ব্যাপক প্রচার ও প্রচারণা প্রয়োজন।

একটি সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নানাবিধ উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২’ আয়োজন করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায়, মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরায় ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেসন্টুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশিদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন সজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর ভূমি কর্মকর্তা আজাহার আলী, সদর থানার অফিসার ইসচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান, হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান, আকড়াখোলা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। শহিদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ১৩ নভেম্বর রবিবার বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও বিশেষ অতিথি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ডিজিটাল মেলার সবকয়টি স্টল পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক মেলা উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠানের স্টলে কারা কি ধরনের সেবা দিচ্ছে তা পর্যবেক্ষণ করেন এবং মেলায় অংশ গ্রহণকারিদের বিভিন্ন উপস্থাপনা মনোযোগ সহকারে শোনেন। এ ছাড়া সরকারি যে কোন সেবা জনসাধারণের মাঝে প্রদান করতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এ দিকে, সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় স্টল দিয়ে অংশ গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং মুক্তপাঠ সাতক্ষীরা, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা প্রাণি সম্পদ দপ্তর সাতক্ষীরা, জেলা মৎস্য অফিস, স্বাস্থ্য বিভাগ সাতক্ষীরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (সেচ), কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি গবেষণা কেন্দ্র, ধান গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সাতক্ষীরা, জেলা সমাজ সেবা কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, সদর উপজেলা ভূমি অফিস, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নব জীবন ইনস্টিটিউট, নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউট, নবারুল বালিকা বিদ্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ব্র্যাক ব্যাংক, ডাস বাংলা ব্যাংক লিঃ সহ জেলা সদরের ৪৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের ঘাটাইলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হাকিম উদ্দিন (৫৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ

মনপুরায় শুকনো মৌসুমেও ভাঙ্গন থামছে না মেঘনা নদীতে

লালপুরে ইজারাকৃত বালু মহলের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঐতীহাসীক রাজশাহী মাদ্রাসা ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার মিরসরাই পৌর সদরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

লালপুরে গাছে গাছে আমের আগাম মুকুল

বদলগাছীতে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২২ অনুষ্ঠিত।

মায়ের দেয়া বাসায় তৈরী

আব্দুর রৌফ চৌধুরী স্মরণে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

স্বপ্নের সবুজ বাংলাদেশ, রাজৈর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন বিতরণ কর্মসূচি ও সুন্দরবন দিবস পালিত ।