দেশব্যাপি ৫০টি জেলায় ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (২১ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ২৪ দশমিক ৮ কিলোমিটার সড়কের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্যাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরা উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্যাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীররা নিবাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নিবাহী প্রকৌশলী সুজায়েত হোসেন, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন প্রমুখ।
খুলনা বিভাগের ৮টি জেলায় ১৬টি মহাসড়কের ৩৫২ কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে মোট ১৫৬৮ কোটি টাকা। এর মধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক (আর-৭৬০) উন্নয়নে মোট ২৪ দশমিক ৮ কিলোমিটার সড়কে ব্যয় ধরা হয়েছে ১১০ দশমিক ২৩ কোটি টাকা।