সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপে ফিরে পেলেন ৩ লক্ষ ৬০ হাজার টাকা

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
অক্টোবর ৩১, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ

আজগার আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ প্রতারকের নিকট হতে ৩,৬০,০০০/=( তিন লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। রবিবার সকালে পুলিশ সুপার তাঁর কার্যালয়ে মোঃ আবুল হোসেনের কাছে উদ্ধার হওয়া টাকা তুলে দেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান জানান, অভিযোগকারী মোঃ আবুল হোসেন (৫০), পিতা- মৃত শেখ নবাব আলী, গ্রাম-ছোট কাশিপুর, থানা-পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা, ছেলে মোঃ মিন্টু শেখ (২১) কে দুবাই রাষ্ট্রে ফ্রি ভিসায় নিয়ে যাওয়ার কথা বলে প্রতারক মোঃ সফুর সরদার ও মোঃ সাত্তার সর্দার, উভয় পিতা- মৃত মফে সরদার,গ্রাম- এনায়েতপুর শানতলা, থানা- পাটকেলঘাটা, জেলা – সাতক্ষীরাদ্বয় ৩,৬০,০০০/=( তিন লক্ষ ষাট হাজার) টাকা গ্রহণ করে।

পরবর্তীতে আবুল হোসেনের ছেলে মিন্টুকে বিদেশে নিয়ে যায় না। ফলে আবুল হোসেন অভিযোগ করেন পুলিশ সুপার, সাতক্ষীরা এর নিকটে ।এর প্রেক্ষিতে পুলিশ সুপার সাতক্ষীরার নির্দেশে মোঃসাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) প্রতারকের নিকট হতে উক্ত ৩,৬০,০০০/=( তিন লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার করেন।

উদ্ধার করা ৩ লাখ ৬০ হাজার টাকা রবিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ভুক্তভোগী মোঃ আবুল হোসেনের নিকট তুলে দেন। টাকা হস্তান্তর করার সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃসাজ্জাদ হোসেন প্রমুখ। এ দিকে প্রতারকের নিকট থেকে পুলিশ সুপারের হস্তক্ষেপে ৩ লাখ ৬০হাজার টাকা ফিরত পেয়ে ভুক্তিভোগী আবুল হোসেন এ প্রতিবেদক কে জানান,আমি খুব অসহায় মানবেতর জীবন যাপন করতেছিলাম।

লোকের কাছ থেকে সুদে টাকা নিয়ে, গরু-ছাগল বিক্রি করে ৩ লাখ ৬০ হাজার টাকা জোগাড় করে সফুর সরদার ও মোঃ সাত্তার সর্দার কে দিয়েছিলাম আমার ছেলে কে বিদেশে পাঠাবো বলে। কিন্তু তারা আমার ছেলেকে বিদেশে না নিয়ে আমার সাথে প্রতারণা করেছিলো। আমি গরুর গোয়াল ঘরে বসবাস করছি পরিবার নিয়ে। তিনি বলেন,সাতক্ষীরার মানবিক পুলিশ সুপারের হস্তক্ষেপে আমি প্রতারকদের নিকট থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা ফিরে পেয়েছি। আবুল হোসেন আরো জানান,আমি ও আমার পরিবার সাতক্ষীরার মানবিক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।আল্লাহ পাঁক তাঁকে সুস্থ্য রাখুক ও দীর্ঘ হায়াত দারাজ করুক।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

মামুন উর রশিদ রাসেল জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য রালী, কেক কাটা ও আলোচনা সভা। সোমবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটার পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডের পৌরসভা কমান্ডার ইলিয়াস হোসেন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য মেহেরুন আকতার পলিন, এ্যাডভোকেট মালা জেসমিন, বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুর রহমান, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি পারভেজ উজ্জল, সাধারণ সম্পাদক আল আমিন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্পু, সহসভাপতি সফিয়ার রহমান রতন প্রমূখ। উপস্থিত ছিলেন, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী, সাধারণ সম্পাদক রওশন রশীদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায় ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুর রশিদ।

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাছুরা পারভীন আটক

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট মাদকসহ আটক তিন ছাত্রকে ছাড়াতে পরীক্ষাকেন্দ্রে ছাত্রলীগের তালা

দীর্ঘদিন ঘুরেও মিলেনি কোন ভাতা, ৭৪ বছর বয়সী বিধবা নারীর

তারাকান্দায় চালককে জখম করে সিএনজি ছিনতাই গ্রেপ্তার ১

হেফাজতের ডাকে জনসমূদ্র : দূতাবাস বন্ধে ২৪ ঘন্টার আলটিমেটাম

কুয়াকাটায় পর্যটকের ঢল টানা ৩ দিনের ছুটিতে

সুনামগঞ্জের জামালগঞ্জে আওয়ামীলীগের আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস ২০২৩ পালিত।

সুদের টাকার জন্য যুবককে মারধর; ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা