কাতারে ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার দিনই দেশে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আগামী ২০ নভেম্বর থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্ট।
এতে অংশ নেবে চারটি দল – বিসিবি সাউথ জোন, বিসিবি নর্থ জোন, সেন্ট্রাল জোন ও ইস্ট জোন।
টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।
যেখানে চার দল তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে। সেখানে দেখা গেছে, জাতীয় দলের সব তারকা দল পেলেও পাননি সাব্বির রহমান রুম্মন।
গত নিউজিল্যান্ড সফর ব্যর্থ হওয়ার পর শুরুতে স্কোয়াডে রাখলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে দেশে ফেরেন সাব্বির।
বিসিএল, এনসিএল, বিপিএলে পারফর্ম করে ফের জাতীয় দলে ফেরার প্রত্যয়ে অনুশীলন চালিয়ে যেতে থাকেন এ ব্যাটার।
কিন্তু আপাতত কপাল মন্দ তার। চার দলের স্কোয়াডের কোনোটিতেই ঠাঁই হয়নি তার।
২০ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ফাইনাল ছাড়া সবকটি ম্যাচই বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। যেখানে দিবা রাত্রির ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা গ্রাউন্ডে।