টাঙ্গাইল মির্জাপুরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিয়াম একাডেমির একুশ তম বার্ষিক শিক্ষা সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।২৬শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ হতে নানান আয়োজনে তিন দিনব্যাপী এই শিক্ষা সপ্তাহ শুরু হয়ে আজ ২৮ শে জানুয়ারি শনিবার ছিলো সমাপনী দিন । সমাপনী দিনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত নৃত্য ও পুরস্কার বিতরণী । সকাল ১০ ঘটিকার সময় প্রতিষ্ঠানের সভাপতি জনাব আলহাজ্ব মাহবুব আলম মল্লিক, চেয়ারম্যান সাত নং উয়ার্শী ইউনিয়ন পরিষদ, ও সহ -সভাপতি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খান আহমেদ শুভ , মাননীয় এম পি জাতীয় সংসদ সদস্য টাঙ্গাইল- ৭ মির্জাপুর । ও সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ।মাননীয় এমপি মহোদয় সিয়াম একাডেমীর প্রাণের দাবি চার তলা ভবন করে দেওয়ার কথা জানিয়েছেন। এবং অএ প্রতিষ্ঠানের সাংকৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান।সিয়াম একাডেমির পক্ষ থেকে সবাই কে ক্রেস্ট প্রদান করা হয়।
বিশেষভাবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার রেজাউল হক সেলিম , অতিরিক্ত সচিব ( পি আর এল ) জনপ্রশাসন মন্ত্রণালয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামসুন্নাহার ইমু , সহ-সভাপতি টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগ। জনাব মোঃ জুলফিকার হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মির্জাপুর, টাঙ্গাইল ।
জনাব হিমন আলম মল্লিক , দাতা সদস্য সিয়াম একাডেমী ।
জনাব মোঃ খালেদ হাসান খান লিডু, উপদেষ্টা মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ।
জনাব মোঃ আওলাদ হোসেন ,সভাপতি উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগ । মির্জাপুর, টাঙ্গাইল ।
জনাব মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগ । মির্জাপুর ,টাঙ্গাইল এবং আরও উপস্থিত ছিলেন জনাব জাহাংগীর আলম জনি সাহেব ও বাংলা ট্যালেন্ড টিভির সিইও সাংবাদিক সাইদ আল মামুন লিংকন।
এরকম সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমন্ত্রিত অতিথি ও সকল দর্শকবৃন্দ খুশি প্রকাশ করেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাসুদ রানা সহকারী শিক্ষক সিয়াম একাডেমী ,মির্জাপুর টাঙ্গাইল।