অদ্য ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড বাজারে এক বিশেষ অভিযানে জেলিযুক্ত চিংড়ি বিক্রির অপরাধে এক ব্যবসায়ী কে অর্ধলাখ টাকা জরিমানা করেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড সদরে বেলাল এন্টারপ্রাইজ নামে একটি মাছের আড়তে জেলিযুক্ত চিংড়ি বিক্রির খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এক ভ্রাম্যমাণ অভিযান পরিচালানা করেন। এসময় আড়তটিতে ১৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি পাওয়া যায়। প্রতিটি চিংড়িতে ৩০০ গ্রামেরও অধিক জেলিযুক্ত ছিলো। এটি স্বাস্থ্যের জন্য যেমন হুমকিস্বরূপ, ঠিক তেমনি ভোক্তাদের সঙ্গেও প্রতারণা ৷ জেলিযুক্ত চিংড়ি বিক্রির অপরাধে এ আড়ৎদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড থানার এসআই সঞ্জয় শর্মা, মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল ঝর্ণা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
##
মোঃআওরঙ্গজেব ভূৃঁইয়া,