এ জেড ভূঁইয়া, সংবাদদাতা,চট্টগ্রাম ঃ চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে(৭,৮,৯ নংওয়াড) মানবাধিকার কর্মী ও উপজেলা আনসার কমান্ডার কান্চন আক্তার ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত উপ নির্বাচনে বিজয়ী হয়ে মহিলা সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সীতাকুন্ডে কর্মরত জাতীয় মানবাধিকার সংস্থা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সীতাকুণ্ড উপজেলা শাখা অদ্য শুক্রবার বিকাল ৪টায় তঁার এলাকায় উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন ,উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার মো: কামরুদ্দোজা,দৈনিক ভোরের আওয়জের জেলা প্রতিনিধি ও সংস্থার উপজেলা শাখার তদন্ত অফিসার
মো:আওরঙ্গজেব ভূঁইয়া, সভাপতি ইকবাল হোসেন শিবলু,সাধারণ সম্পাদক মো:আনোয়ার হোসেন বাদসা, ধর্ম বিষয়ক সম্পাদক ও শিক্ষক মোঃ ইমা৷ম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক, কার্যকরী সদস্য সাফী আলম ও সায়েদ বিন আদনান প্রমুখ।