শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

স্কুলছাত্রের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার!

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ

শেরপুরে নিখোঁজের পরদিন নাঈম ইসলাম লাবন (১৪) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সুবর্ণচর গ্রামের একটি লেবু বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাবন স্থানীয় মাসুদ আলীর ছেলে ও ঘুঘুরাকান্দি মডেল একাডেমীর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, মঙ্গলবার শিক্ষার্থী লাবন প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরে বিকেলে বন্ধুদের সাথে খেলতে বাড়ি থেকে বের হয়।
এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় নানাবাড়িসহ অন্যান্য আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৩শ গজ দূরে একটি লেবু বাগানে লাবনের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাবনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজনরা জানান, লাবনের শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুনে ঝলসানো ছিল। তার দুই কানে রড ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অণ্ডকোষ থেঁতলে দিয়েছে। এমন নির্মম হত্যাকাণ্ডে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে এসএসসি ৯৭ ব্যাচের পূর্ণমিলনী

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে কিশোর গ্যাং লিডার সহ ০৪ সদস্য গ্রেফতার।

স্কুল ছাত্রী ফাতেমা এর মর্মান্তিক বাস চাপায় নিহত,

মতলব উত্তরে জাটকা বিক্রির দায়ে ২ জনের জেল- জরিমানা করা হয়।

ধ্বংসস্তূপের পাশে কান পেতে আছে মানুষ

মো. সাহাবুদ্দিনকে ফোন করে আবদুল হামিদের অভিনন্দন

সন্দ্বীপে অবৈধ মাটি কাটা ও সরকারি খাল ভরাটের দায়ে দুই জন কে দেড় লাখ টাকা জরিমানা

সরকারের বেধে দেয়া দামে মিলছেনা আলু, কেজি প্রতি খুচরা দাম ৫০ টাকা

কুতুবদিয়ায় র্্যাবের হাতে মেম্বার মোশাররফ ও তার দুই সহযোগী অস্ত্রসহ আটক. কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও ৩নাং ওয়ার্ডের মেম্বার শাহাব উদ্দীন এর ছেলে মেম্বার মোশাররফ ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে র্্যাব ৭।গতরাত বুধবার ( ২ ফেব্রুয়ারি) রাতে র্্যাব অভিযন চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ৩ টি দেশীয় তৈরি একনলা বন্দুক, কাঠের বাটযুক্ত ৪টি দেশীয় এলজি, কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একটি পিস্তল, বিভিন্ন রংয়ের ১২ বোর যক্ত কার্তুজ ১৪টি,৩টি ৭.৬২ এমএম কার্তুজ, ৬টি ২২এমএম কার্তুজ, এবং চারটি মাছ ধরার চিকন জাল উদ্ধার করা হয়। আটককৃত দুই সহযোগী হলেন, নুরুল আবছারের ছেলে মো. আজিজ, জাবেদ আহমেদের ছেলে রবিউল হাসান। বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে র্্যাব ৭ মো.মোশাররফ, মো. আজিজ,রবিউল হাসানকে অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করেছেন এবং র্্যাবের ডিএডি আহম্মেদ উল্লাহ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সকালে মোশাররফকে তার দুই সহযোগীসহ আদালতে সোপর্দ করেন। র্্যাব ৭ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ‘মোশাররফ বাহিনী’র মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মো.মোশাররফ ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করা হয়।তারা ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী, এই সন্ত্রাসী মোশাররফ ইউপি সদস্যদের আড়ালে তার সন্ত্রাসীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করত।তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ, এবং ভুক্তভোগীরা মুখ খোলার সাহস পেত না। প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটক ব্যক্তিরা অনেক তথ্য দিয়েছেন, এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও জানান র্্যাব। এদিকে, এই সন্ত্রাসী ও তার সহযোগীদের গ্রেফতারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে,এবং র্্যাবকে সাধুবাদ জানান এলাকাবাসী।

লালারগাঁও জুনেদ স্পোর্টিং ক্লাবের উদ্যেগে শালিস ব্যক্তিত্ব আলহাজ¦ নাজিম উদ্দিনের বিদায় সংবর্ধনা