সড়ক দুর্ঘটনায় গুরুতর আহাত আটো চালক।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহাত আটো চালক।
নুরুল ইসলাম রাফি
পটুয়াখালী প্রতিনিধি।
আজ দুপুর ২টা ৪০মিনিটের সময়। পটুয়াখালী-কুয়াকাটা মমহাসড়কে, বসাক বাজার নামক স্থানে। আটো এবং নছিমনের সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর ভাবে আহাত হয় আটো চালক।
ঘটনা স্থান থেকে জানাযায়, আটো গারিটি মোহাম্মদপুরের দিকে যাওয়ার সময় আপর দিক থেকে আসা নছিমটি আটো গাড়িটিকে সজোরে আঘাত করে।