মহাসড়কের কুমিল্লায় মর্মান্তিক দুর্ঘটনায় সোহান মোল্লা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সোহান গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সাহেবাবাদ গ্রামের মফিজ উদ্দিন মোল্লার পুত্র।
মাত্র ২০ বছরের টকবগে যুবক সোহান। স্বপ্ন দেখত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে। পাশাপাশি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামাজিক আন্দোলন ‘বিডি ক্লিন’ এর সাথে যুক্ত হয়। সে বিডি ক্লিন এর কালিয়াকৈর- চন্দ্রা জোনের মেন্টর ছিল। কলেজ জীবনে পা রাখতেই হাতে পায় শখের মোটরবাইক। সেই বাইক নিয়ে দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ানোর নেশা হয়ে উঠে সোহানের। বন্ধুদের সাথে হৈ হুল্লোড়, ঘুরাঘুরি, লাইফ স্টাইল আর বাইক নিয়ে ফটোগ্রাফিতে মেতে উঠে সে। ধীরে ধীরে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠে সোহান। তবে সব কিছুর ইতি টেনে অপ্রত্যাশিত মৃত্যুর পথযাত্রী হতে হল সোহানের। বাবা মায়ের কিনে দেয়া শখের মোটরবাইকে প্রাণ হারায় সে।
পরিবার সূত্রে জানা যায়, (১৩ জুলাই) বুধবার সকালে সোহান ও তার সফর সঙ্গী একই এলাকার জাহিদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেল যুগে কুমিল্লার উদ্দেশ্যে রউনা হয়। কুমিল্লা যাবার পথে বিভিন্ন স্থানে অসংখ্য ছবি তোলে ফেসবুকে পোষ্ট করে সোহান। দুপুর থেকে পুরো বিকেল ঘুরাঘুরি করে কুমিল্লার বিভিন্ন স্থানে। অবশেষে সন্ধ্যার পর রউনা হয় গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়ীর উদ্দেশ্যে। রাত ১১ টার দিকে কুমিল্লা শহর পাড় হয়ে কিছুটা দূর আসতেই দ্রুত গতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সোহান। এতে গুরুত্বর আহত হয় পিছনের সিটে থাকা জাহিদুল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করে।
এ ঘটনার পর বৃহস্পতিবার ভোরে সোহানের মৃত্যুর খবর পায় তার পরিবার। এ খবরে সোহানের পরিবার,