ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দিনমজুর জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। এ সময় তাদের সঙ্গে ছিল ছয় বছরের মেয়ে সানজিদা জান্নাত। একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ফিরছিলেন তারা। হঠাৎ বেপরোয়া একটি ট্রাক চাপা দেয় তাদের। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই তিনজনের। তবে অলৌকিকভাবে মায়ের গর্ভ ফেটে ভূমিষ্ট হয় ফুটফুটে নবজাতক।
ট্রাকটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গেই আশপাশের লোকজন ছোটাছুটি করে ঘটনাস্থলে যান। এ সময় দেখা যায় ট্রাকটির চাপ লেগে গর্ভ ফেটে বের হয়ে এসেছে নবজাতক। নবজাতক ভূমিষ্ঠ হয়ে রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ ও আশপাশের লোকজন। পরে নবজাতকটিকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
- সড়ক দূর্ঘটনায় মায়ের পেট ফেটে জন্ম নিয়ে সড়কেই পড়ে ছিল নবজাতকটি
- বাসায় টিভি দেখতে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- ভালুকায় এন্ড্রয়েড মোবাইলের জন্য স্কুলছাত্রের আত্মহত্যা
- ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে গ্রেফতার ৯
- ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ ডাকাত গ্রেফতার
- নকলায় বশতবাড়ীতে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
- ভালুকায় বাসের ধাক্কায় মিল শ্রমিক নিহত
- নান্দাইলে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- নকলায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৩ পরিবহনকে জরিমানা
- ধনি হত্যার প্রতিবাদে ভালুকায় যুবদলের বিক্ষোভ মিছিল
- Daily Sabuj, Mymensingh
সড়ক দূর্ঘটনায় মায়ের পেট ফেটে জন্ম নিয়ে সড়কেই পড়ে ছিল নবজাতকটি

অনলোইন ডেস্ক : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দিনমজুর জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। এ সময় তাদের সঙ্গে ছিল ছয় বছরের মেয়ে সানজিদা জান্নাত। একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ফিরছিলেন তারা। হঠাৎ বেপরোয়া একটি ট্রাক চাপা দেয় তাদের। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই তিনজনের। তবে অলৌকিকভাবে মায়ের গর্ভ ফেটে ভূমিষ্ট হয় ফুটফুটে নবজাতক।
ট্রাকটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গেই আশপাশের লোকজন ছোটাছুটি করে ঘটনাস্থলে যান। এ সময় দেখা যায় ট্রাকটির চাপ লেগে গর্ভ ফেটে বের হয়ে এসেছে নবজাতক। নবজাতক ভূমিষ্ঠ হয়ে রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ ও আশপাশের লোকজন। পরে নবজাতকটিকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সেখানে নেওয়ার পরই নবজাতকটির কান্নার আওয়াজে জীবিত বুঝতে পেরে ময়মনসিংহ সিবিএমসিবি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায় জীবিত আছে নবজাতক কন্যা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য নবজাতককে ময়মনসিংহ সদরের সিবিএমবি হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালটির মেডিকেল অফিসার আরিফ আল নূর বলেন, এখানে আনার পর আমরা বাচ্চাটির অবস্থা ভালো পেয়েছি। পরে এক্সরে করার পর ডান হাতের দুইটি অংশ ভাঙ্গা দেখা গেছে। শিশুটি এখন নবজাতক বিভাগে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।
নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই আরিফ রব্বানী বলেন, রত্না বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। তার প্রসবের সময় দুই দিন পার হয়ে যাওয়ায় তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করতে আসেন। এরপর সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পরিবারের ওই তিনজনের মৃত্যু হয়। তবে এ সময় আঘাত পেয়ে গর্ভ ফেটে ভূমিষ্ট হয় ওই নবজাতক।