হাইকোর্টের আদেশ অমান্য করায় ‘ব্রাদার্স ব্রিকস’ ইটভাটা ভেঙে দিলো প্রশাসন
সাঈদ আহমেদ, সদর প্রতিনিধি সাতক্ষীরাঃ
মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে পরিচালিত ‘ব্রাদার্স ব্রিকস’ নামে একটি ইটভাটা জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বছরের পর বছর কোন কাগজপত্র ছাড়া অবৈধভাবে চলছিল ইটভাটা টি। জানা গেছে, গত ৩ জানুয়ারী প্রশাসকের নির্দেশে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে গড়ে ওঠা ব্রাদাস্ বিকস্ ওরফে সিয়াম ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী। সে সময় তিনি ভাঁটা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অবৈধ ইটভাটা টি বন্ধের নির্দেশনা প্রদান করেন।
কিন্তু ওই নির্দেশ অমান্য করে ভাটার কার্যক্রম অব্যাহত রাখায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী নেতৃত্বে সাতক্ষীরার বন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ভাঁটা ভাঙার উদ্যোগ নেন। এ সময় এস্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া শুরু করেন। তবে কিছুক্ষণ পর ভেকু মেশিনের সমস্যাজনিত কারণে ভাঙার কাজ বন্ধ হয়ে যায়। বুধবার সকালে আবারও বুলডোজার দিয়ে ভাঁটা ভাঙার কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী।
স্থানীয়রা জানান, শীতলপুর গ্রামে আবদুল ওদুদ ও তার সহোদররা শীতলপুর এলাকায় কিছু সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে ভাঁটা নির্মাণ করেন। ভাটার কালো এলাকায় বায়ুদূষণে মানুষের বসবাসে ব্যাপক সমস্যা দেখা দেয়। তাছাড়া ভাটার ধোয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছিল। ভাটাটি অপসারণের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নিকট আবেদন করলেও সেটি বন্ধ করা হয়নি।
পরবর্তীতে এলাকাবাসী মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন। এর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট অবৈধ ভাটাটি অপসারণের নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে ভাঁটা কর্তৃপক্ষ আপিল করলে বন ও পরিবেশ অধিদপ্তরের চেয়ারম্যানের উপর দায়িত্ব প্রদান করে উচ্চ আদালত। এর পাশাপাশি দুই মাসের মধ্যে ভাটার স্থান পরিবর্তন করার জন্য আদেশ দেয়া হয়। কিন্তু আদেশ অমান্য করে ভাঁটা মালিকদের নিকট থেকে লীজ নিয়ে প্রবাসী আবদুস সবুর পূর্বের নাম ব্রাদার্স ব্রিকসের স্থলে তার ছেলে সিয়াম এর নাম ব্যবহার করে সিয়াম ইটভাটার কার্যক্রম পরিচালনা করছিল।