বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জমিদার বাড়ি মাঠে শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা , আজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড: আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। উক্ত দোয়া মাহফিলে আলোচনাকালে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন – ৭৫ এর ঘাতক খুনীরা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে দেশকে পিছিয়ে নেয়ার জন্য কিন্তু বাংলাদেশের জনগন কখনই তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ , জেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার,শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমেদ বিষু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।