যাত্রীদের দাবি, অনলাইনে টিকিট না পাওয়ায় স্টেশনে ভিড় করছেন তারা। স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, ঈদযাত্রায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী-খুলনা ও উত্তরবঙ্গগামী ১৫টি ট্রেনের ৬ হাজার ৫০০ টিকিট দেয়া হচ্ছে।
ট্রেনের আগাম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গত তিন দিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের ভিড় অনেকটা কম। আজ বিক্রি হয়েছে ৮ জুলাইয়ের টিকিট। সোমবার সকাল ৮টায় বিক্রি শুরু হলে তা শেষ হয়ে যায় মাত্র তিন ঘণ্টায়।
তবে চাহিদা বেশ কয়েকগুন বেশি হওয়ায় লাইনে দাড়িয়েও খালি হাতে ফিরেছেন অনেকে।
চট্টগ্রাম রেল স্টেশনে আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনেও ছিল উপচেপড়া ভিড়। টিকিট পেতে মধ্যরাত থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন টিকিট প্রত্যাশীরা।
দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত ছিলেন তারা। তবে সেখান থেকেও রাত থেকে অপেক্ষার পর টিকিট না নিয়েই ফিরতে হয় অনেককেই। বিশেষ করে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ, চাঁদপুর ও সিলেটরুটে টিকিট প্রত্যাশীদের বাড়তি চাপ ছিল বলে জানান রেল কর্মকর্তারা।