জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

১৫ ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে, বাংলাদেশ আওয়ামী লীগ, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনের শোক ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
এ. এইচ. এম খাইরুজ্জামান লিটন, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন।
প্রধান বক্তা হিসেবে উঠলেন এস. এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ (রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত)
উক্ত শোক ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান
আহবানে, আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সিরাজগঞ্জ জেলা শাখা। আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য প্রৌকশলি তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ ২ আসনের সাংসদ সদস্য প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৬ আসনের সাংসদ সদস্য মেরিনা জাহান কবিতা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ ও জনসাধারন মানুষ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এম আহসানুল হাবিব।