মির্জাপুর ভাওড়া ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) কর্মসূচির উপর ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
মির্জাপুর ভাওড়া ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) কর্মসূচির উপর ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
সাইদ আল মামুন লিংকন (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সম্প্রসারণ ও বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সুধীজনের সাথে মতবিনিময় ও ওয়ার্কসপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা সুশীলন এই কর্মসূচির আয়োজন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের আয়োজনে দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২৯ জানুয়ারি রবিবার ২০২৩ সকাল ১১ ঘটিকায় টাঙ্গাইলের মির্জাপুর, উপজেলার ভাওড়া ইউনিয়ন পরিষদে মিলনায়তন সভা কক্ষে এ কর্মশালা অনষ্ঠিত হয়।
এতে ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন এস এস কে সুপারভাইজার জনাব রফিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন সুশীলন টীম লিডার আবু হাসান ও
সুশীলন ম্যানাজার মুসা বিশ্বাস
মুসা বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো ছিলেন, ভাওড়া ইউনিয়ন পরিষদের সচিব মো: মঞ্জুরুল ইসলাম ও ভাওড়া ইউনিয়ন পরিষদের ১২ জন নির্বাচিত ওয়ার্ড মেম্বারগণ ও পরিষদের হিসাব সহকারী, সাংবাদিক সহ মোট ১৬ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) নামে অগ্রাধিকার ভিত্তিতে দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগণের জন্য টাঙ্গাইল জেলার সকল উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠির জন্য হাসপাতাল ভিত্তিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সেবার ব্যয় হ্রাস ও সেবা গ্রহণের আর্থিক প্রতিবন্ধকতা দূরীকরণ, স্বাস্থ্যখাতে দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য রোগী ও চিকিৎসার জন্য এস এস কে কার্ড প্রদান করা হবে। এরপর রোগীর চিকিৎসা প্রদান করা হবে।
আলোচনায় জানা যায় ভাওড়া ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হবে- ছবি নাটক কর্মশালা, উঠান বৈঠক কর্মশালা অনুষ্ঠান আয়োজন করা হবে। ভাওড়া হাই স্কুল মাঠ ও কামারপাড়া বাজারে ছবি নাটক কর্মশালা অনুষ্ঠিত হবে।উঠান বৈঠক ওয়ার্ড মেম্বারদের নিজ নিজ এলাকায় অনুষ্ঠিত হবে।
বর্তমানে সারাদেশে ১৩০টি ইউনিয়ন/পৌরসভা কর্মশালা, ২৬০টি ছবি নাটক, ৩৯০টি উঠান বৈঠক, ১০০টি স্কুল সেমিনার ও লিফলেট, ব্রুশিয়র, ডিজিটাল স্টিকার বিতরণ এবং বিলবোর্ড স্থাপনের কাজ সম্পন্ন হবে