আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে বগুড়া সদরের নিশিন্দারার নুনগোলা ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৯ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২৩

আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে বগুড়া সদরের
নিশিন্দারার নুনগোলা ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত

আসিফ মাহবুব,বগুড়া প্রতিনিধি:–
আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নে বহু বছর পূর্বের নুনগোলার ঐতিহ্যবাহী মেলা।
মেলাটিতে সংবাদ সংগ্রহ করতে এসে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার জানান আমাদের পূর্ব পুরুষেরা এ মেলাটি লাগাইয়াছিলেন। সে থেকে নুনগোলা গ্রামের আশেপাশের লোকজনের বাড়ীতে আত্মীয় স্বজনেরা এসে জমায়েত হয় এবং আত্মীয়র বন্ধনে আবদ্ধ হয়। এ মেলাকে কেন্দ্র করে হরেক রকমের দোকানীরা দোকান দিয়ে ব্যবসা করছে। বিশেষ করে মিষ্টির দোকান, ঝুড়ি, আম লটকট, তালখুর, বিভিন্ন রকমের আচার, ছোট ছোট ছেলেমেয়েদের আনন্দ বিনোদনের জন্য নাগড়দোলা, নৌকার দোলনা, চড়কি খেলা, যাদু শিখা, সহ বিভিন্ন ধরনের খেলাধুলার। মেলায় আগত জনসাধারণের জন্য আইন শৃংখোলা বাহিনীর সদস্য গণ সার্বোক্ষণিক দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান আরও বলেন আগামীতেও এ মেলার সুন্দর্য বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করব। জৈষ্ঠ মাসের ৩য় সপ্তাহে আম কাঠালের ভরা মৌসুমে মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে।