উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিনুর জামায়াতের সঙ্গে আঁতাতের গুঞ্জন।

প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সিরাজগঞ্জ জেলা উপদেষ্টা নবী নেওয়াজ খান বিনুর জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এর একটি ছবি এবং ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।এটা নিয়ে আলোচনা চলছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। ছবিতে দেখা
যাচ্ছে নবী নেওয়াজ খান বিনু জামায়াতের কেন্দ্রীয়
সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এর সাথে একটি অনুষ্ঠানে, সেখানে মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য দিচ্ছেন। পাশেই বসে আছেন নবী নেওয়াজ খান বিনু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজাহান আলী এছাড়াও উপজেলা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী। এই ছবি এবং ভিডিও নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে নবী নেওয়াজ খান বিনুর দাবি এটি জামায়াতের দলীয় কোন অনুষ্ঠান ছিলো না, পারিবারিক দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠানে জামায়াতের কোন নেতাকর্মীদের দাওয়াত করা হয়নি, মাওলানা রফিকুল ইসলাম খান এর উপস্থিতির কথা জানতে পেরে বিনা নিমন্ত্রণে জামায়াতের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে তার (নবী নেওয়াজ খান বিনু) চাচা রফিকুল ইসলাম খান বক্তব্য দিচ্ছিলেন তবে জামায়াতের সঙ্গে তার কোন সম্পর্কে নেই বলে তিনি জানান। তিনি আরো জানান মাওলানা রফিকুল ইসলাম খান এর সাথে তার পারিবারিক সম্পর্ক, তিনি তার চাচা হন। বিনু উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। নিজেকে আওয়ামী লীগ হিসেবে পরিচিতি প্রকাশ করতেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির ছবি সংবলিত লিফলেট ছাপিয়ে সবার কাছে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া প্রার্থনা করছেন। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন। তবে তার সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু এখন তিনি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করবেন না। তিনি আরো জানান জামায়াত থেকে সারাদেশে কেউই এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। অভিযোগ রয়েছে বিনু নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিলেও তিনি বিএনপি জামায়াতের সমর্থন নেওয়ার চেষ্টা করছেন। বিনুর চাচা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হওয়ায় এই সুযোগ তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন। তবে বিনু নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিলেও দলে বর্তমানে তার কোন পদ নেই বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি। তিনি জানান আওয়ামী লীগ থেকে দলীয় ভাবে কাউকে সমর্থন জানানো হয়নি, যার যেখানে ইচ্ছে গণসংযোগ করতে পারবে। এছাড়াও তিনি আরো জানান বিনুর পূর্বে দলীয় পদ থাকলেও বর্তমানে তার কোন দলীয় পদবি নেই। নবী
নেওয়াজ খান বিনু বলেন, জামায়াত করলে তাদের
সাথে কি দাওয়াত খেতে পারবো না আমি বলে
মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।