কুষ্টিয়ার কুমারখালিতে পিতাকে হত্যার পর ছেলেকে হত্যার চেষ্টা

প্রকাশিত: ৫:১১ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

মাসুদ খানকে ১১ই মে ২০২২ হত্যা করে মীর মোশারেফ সেতুর নিচে ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এই ধটনাকে কেন্দ্র করে নিহতের স্ত্রী বাদী হয়ে কুমারখালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার আসামিরা দীর্ঘদিন কারাগারে থাকার পরে জামিনে বের হন। আসামিরা হত্যা মামলা বাদী ও তার ছেলেকে মামলা তুলে নেওয়ার জন্য বিভন্ন হুমকি ধামকি যার প্রেক্ষিতে গত ১৪ ই মার্চ রাত পৌনে ১০ টার দিকে হত্যা মামলার বাদী উওর মিলপারাস্থ মৃত মাসুদ খানের ছেলে মো: হাসিব খান (২৩) মটরসাইকেল যোগে লালনশাহের মাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের পথরোধ করে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে পিটিয়ে কুপিয়ে নৃশংস ভাবে যখম করে। উক্ত ঘটনাটি ব্যাপক চানচ্লকর সৃষ্টি করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে হাসিব খান বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।মামলা নং ১৭। এরপর আসামিরা আত্মাগোপনে চলে যায়। একজন্য র‍্যাপ -১২, সিপিসি-১ কুষ্টিয়ার পৌরসভার মিলপাড়া এলাকা থেকে ঘটনায় জড়িত থাকা প্রধান আসামি দ্বীন ইসলাম (৩৫) কে গ্রেপতার করে।

কুষ্টিয়া পৌরসভার উওর মিলপাড়াড় উকিল মৃর্ধার ছেলে।