নেত্রকোনা সুসং-দুর্গাপুরের, বিজয়পুরে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” বিটিভিতে প্রচার ২৯ সেপ্টেম্বর

প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

দেলোয়ার হোসেন সরকার (নেত্রকোনা): নেত্রকোনা সুসং-দুর্গাপুরের, বিজয়পুরে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” বিটিভিতে প্রচার ২৯ সেপ্টেম্বর।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গত ১৩ ই সেপ্টেম্বর বিজয়পুরের চীনা মাটির পাহাড়ে বিকেল ৫.৩০ মিনিট হতে রাত ১২টা পর্যন্ত ধারন করা হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”। নিকটবর্তী ৪ টি জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চল থেকে প্রায় ১২-১৫ হাজার লোকের সমাগমে মুখরিত হয় অনুষ্ঠানটি। তবে দুর্গাপুর সোমেশ্বরী নদীতে ব্রীজ না থাকায় শিবগঞ্জ এর ঘাটে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পরতে হয়। সবচেয়ে কষ্টে পড়তে হয় মোটরসাইকেল আরোহীরা। এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই সোমেশ্বরী নদীর উপরে শিবগঞ্জ ঘাটে ব্রীজ নির্মান, তা আদৌও হয়ে উঠেনি। অনুষ্ঠানটি কেয়া কসমেটিকস এর সৌজন্যে উপস্থাপনা করেন সবার জনপ্রিয় হানিফ সংকেত। অনুষ্ঠানটিতে নেত্রকোনা জেলার বিভিন্ন গুণীজন ও সঙ্গীত শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরেন। উল্লেখযোগ্য কেন্দুয়া উপজেলার পালা গানের শীর্ষে কদ্দুস বয়াতি, বাউলশিল্পী আব্দুস সালাম। পরে ১৪ সেপ্টেম্বর অত্র জেলাধীন কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ীর বিভিন্ন স্পটে শুটিং করেন হানিফ সংকেতের টিম। শুটিংয়ের সময় রোয়াইলবাড়ীসহ বিভিন্ন মানুষের ঢল পড়ে যায়।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ” ইত্যাদি ” আগামী ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিটিভেতে প্রচার করা হবে।