ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাট্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত।

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাট্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত।

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার এবং জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, ডিসপ্লেসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া ফারুকী পার্কের স্মৃতিসৌধে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এসময় মহান শহীদদের স্মরণে পুলিশে চৌকুস গার্ড দলের সদস্যের সমন্বয়ে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অনার প্রদান করা হয়। গার্ড অনার পর জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল মিয়া, পৌরসভার পৌর মেয়র নায়ার কবীর পক্ষে প্রধান নির্বাহী মোঃ আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেনী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে নিয়াজ মুহম্মদ ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, ডিসপ্লেসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে জেলা পুলিশ, আনসার-ভিডিপির সদস্য , বিএনসিসি ও রোভার স্কাউট- রেডক্রিসেন্টসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ম্যাচ প্যারেড প্রদর্শণীর ও প্রধান অতিথিকে সালাম প্রদানের মাধ্যমে কুচকাওয়াজ শেষ করেন। পরে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্য ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীরা বিভিন্ন প্রদর্শণী প্রদর্শণ করে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।

তবে সবকিছু ছাপিয়ে স্টেডিয়ামে দর্শকের মূল কেন্দ্রবিন্দু ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচের দিকে। দেশাত্নকবোধক গানের সাথে ঐতিহ্যবাহী পুতুল নাচের প্রদর্শণ করা হয়। ছন্দের তালে নৈপুণ্য দেখে মুহুর্মুহু করতালি দিয়ে দর্শকরা উৎসাহ প্রদান করেন।

এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে।