মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ০৩ মাদক কারবারি গ্রেফতার।

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪

মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ০৩ মাদক কারবারি গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর এলাকায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগে উল্লেখিত তিনজন মাদককারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

২৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর হাটের বাঘু দফাদার মোড় হতে গরুরহাট ফুলতলাগামী কাঁচা রাস্তার অনুমান ৫০ মিটার পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ জমসেদ আলী (৪৫), পিতা- মৃত বিলাত মন্ডল এর কলাবাগানে অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং বিক্রয় করার সময় ১। শ্রী কৃষ্ণ চন্দ্র সিংহ (৩৪), পিতা- মৃত বিরেন চন্দ্র সিংহ, মাতা- শ্রীমতি ছবি রানী, ২। শ্রী উৎপল চন্দ্র ভাস্কর (২৮), পিতা- শ্রী অসিম চন্দ্র ভাস্কর,মাতা- শ্রীমতি শান্তি রানী,উভয় সাং-বহরাম তাঁতীপাড়া, ৩। মোঃ রাজীব ইসলাম (২৮), পিতা- মোঃ মফিজুল ইসলাম, মাতা- মোছাঃ রাজিয়া, সাং- চুনাখালী, খলিফাপাড়া, সর্বথানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ’দেরকে ২০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।