রৌমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩

আব্দুল কাইয়ুম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারী সংলগ্ন ডিসি রাস্তার ফুটপাত দখলকৃত প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।অভিযানের
সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, ওসিএলএসডি ও
থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ। দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বনে ফুটপাত দখল করে
দোকানপাট নিমার্ণ করেছিল। হাসপাতাল বাউন্ডারি লাগোয়া ডিসি রাস্তার ফুটপাত
দখল ও পরিবেশ দোষন হওয়ায় পথচারি ও হাসপাতালে সেবা নিতে আসা মানুষের ভোগান্তির শিকার হয়েছিল। এতে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আসাদুজ্জামান অবৈধ দোকানদারদের বারবার মৌখিক ও লিখিতভাবে দোকান সড়িয়ে নিতে বললেও দোকানদাররা আমলে নিচ্ছিল না। উপজেলা মাসিক সমন্বয় সভায় ও আলোচনা হয়। এনিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলে উপজেলা নিবার্হী অফিসারের নজরে আসলে তিনি পুলিশকে সাথে নিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেন। এতে অবৈধ স্থাপনা ভেঙ্গে
দেওয়ায় পথযাত্রী ও হাসপাতালে সেবা নিতে আসা মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
এবিষয় রৌমারী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন
যাবৎ হাসাপাতাল গেইট সংলগ্ন অবৈধ দোকানপাট উঠিয়ে স্বাস্থ্যসেবার উপর প্রভাব
পড়ায় প্রতিকারে উপজেলা মাসিক সভায় উপস্থাপনা করা হয়েছিল এবং উপজেলা নিবার্হী কর্মকর্তার সহযোগিতা চাওয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনার উপর উচ্ছেদ অভিযানে উপজেলা নিবার্হী অফিসার নাহিদ হাসান খান
বলেন, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে রোগিরা সেবা নেয়ার জন্য আসে।
হাসপাতালের সামনে ফুটপাত দখল করে দোকান পাট নির্মানের ফলে সেবা নিতে আসা
রোগীদের সমস্যার সৃষ্টি হতো। আজ অবৈধ স্থপনা ভেঙ্গে দেয়া হয়েছে। এতে রোগীদের
যাতায়াত ও যানবাহন চলাচলে সুবিধা হবে।