সরিষাবাড়ীতে নিহত ২ আটক ৫

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৩

জামালপুর সরিষাবাড়ীতে ২ জন নিহত হয়েছে। শনিবার (১ জুলাই) মহাদান ইউনিয়নের বিলবালিয়া(ধোপাদহ) এ দুপুর ২:৪৫ মিনিটে ও খাগুরিয়া (মধ্যপাড়ায়) দুপুর ১:৩০ মিনিটে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর ও ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া মধ্য পাড়া এলাকার হোসেন আলীর ছেলে জুলহাস @ জুলু দীর্ঘদিন ধরে দাদন ব্যবসা করে আসছে। আর এ দাদন ব্যবসায় একই এলাকার নিজামের ছেলে সিরাজ (৭০) কে ৫০ হাজার টাকা প্রদান করেন। লাভের টাকা না পেয়ে শনিবার (১ জুলাই) দুপুরে জুলুসহ ৫ জন সিরাজের বাড়ী গিয়ে সিরাজকে বিভিন্ন হুমকি প্রদান করে ধাক্কা মারে।তিনি সেখানেই মারা যায়। এ ঘটনায় বিকেল ৫ টায় পুলিশ জুলুর স্ত্রী আছমা বেগম(৪০) ও ভাই মোফাজ্জল (৪৫) কে আটক এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে বিলবালিয়া ধোপাদহ এলাকায় শুক্রবার (৩১ জুন) আব্দুর রশিদের ছোট মেয়ের বিবাহ হয়। শনিবার( ১ জুলাই) মেয়ের শুশুড় বাড়ীর দাওয়াতে যাওয়ার সময় প্রতিবেশী ইউনুস আলীর সাথে রশিদের তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে আব্দুর রশিদকে ধাক্কা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যায় বলে জানা যায়। স্থানীয় কিছু মাতাব্বররা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। এ ঘটনায় দুপুর ৩ টায় ইউনুস আলী ও তার স্ত্রী রহিমা খাতুন এবং তার ছেলে রুবেল মিয়া (৩০)কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি নিহতের পরিবার। তবে উভয় ঘটনার সমঝোতার জন্য স্থানীয় কিছু অসাধু মাতাব্বররা দৌড়ঝাপ শুরু করেছে।

কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।