সাতকানিয়ায় শঙ্খনদীতে পড়ে দুই সহোদরের মৃত্যু

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৪

সাতকানিয়ায় শঙ্খনদীতে পড়ে দুই সহোদরের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রাম সাতকানিয়ায় শঙ্খ নদীতে বালু উত্তোলনের গর্তের পানিতে গোসল করতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন ৪নং ওয়ার্ড নতুনহাট কালিনগর এলাকায় শঙ্খনদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কামরুল হাসান মিশকাত (১২) ও ওমর ফারুক মিসবাহ (১০) তারা উভয় স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। নিহতরা পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার প্রবাসী আবদুল মুনাফের সন্তান।
জানা যায়, দুই ভাই খেলাধুলা শেষে গোসল করতে গিয়ে শঙ্খ নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার বিশাল গর্তে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই সহ পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ফ.ম মাহবুবুল হক সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা বলেন ড্রেজার দিয়ে শঙ্খনদী থেকে বালু খেকোরা বালু উত্তোলন তোলে বিশাল গর্ত হয়ে যায়। সেই গর্তে গোসল করতে গেলে দুই ভাই ডুবে যায়। একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।